কাঠের চুলায় কড়া জালে প্রস্তুতকৃত আমাদের দানাদার গাওয়া ঘি।
সম্পূর্ণ নিরাপদ, স্বাস্থ্যসম্মত, প্রিমিয়াম ঘি শুধু আমরাই দিচ্ছি গ্যারান্টি সহকারে।
আমরা নিজ হাতে খাঁটি গাওয়া ঘি প্রস্তুত করে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেই যত্নসহকারে।
খাঁটি গাওয়া ঘি ঘন দুধের ক্রিম থেকে তৈরি।আগের দিনের মানুষের ঘি না হলে চলতইনা, আর এখন ঘি শুনলেই বুঝি মেদ ভুরি বেড়ে গেল।
আসুন জেনে নিই কেন খাঁটি গাওয়া ঘি খাবেন?
তেলের বিকল্প হিসেবে খাঁটি গাওয়া ঘি ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাই ঘি গরম করা যায়। কিন্তু অধিকাংশ তেলই এই তাপমাত্রায় গরম করলে ক্ষতিকারক হয়ে যায়। ঘি সহজে নষ্ট হয় না। প্রায় অনেক বছর পর্যন্ত ঘি ঠিক থাকে ।
অধিকাংশ দুগ্ধজাত দ্রব্যে থেকে যেখানে অ্যালার্জি হয় সেখানে ঘি থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই।